প্রতিনিধি ১ মে ২০২৩ , ৬:০৩:৩০ প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হৃদয়।
নারী ও শিশু নির্যাতন মামলায় আটকাবস্থায় জেলা কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।
হৃদয় উপজেলার সাড়াতলা গ্রামের শুকুর আলীর ছেলে। গত ২৬ এপ্রিল হৃদয়কে জেলহাজতে পাঠানো হয়। পরে আদালতের আদেশে জেলে বসে রোববারে এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
হৃদয়ের চাচা কাশেম আলী জানান, বিদ্যালয়ের এক ছাত্রীকে ভালোবেসে তার হাত ধরে ১৪ মার্চ ঘর ছাড়ে হৃদয়। পরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।
ফতেপুর সামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, হৃদয় তার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। একটি মামলায় ঝিনাইদহ কারাগার থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
ঝিনাইদহ জেল সুপার আনোয়ার হোসেন জানান, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বোর্ডের নিয়ম-নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। সে খালিশপুর পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থী ছিল।
এদিকে মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছেন, এ বছর মাধ্যমিক পর্যায়ে ৬টি কেন্দ্রে ৩ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৬৫ জন। এছাড়া দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ২৮ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলায় এসএসসির প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে হৃদয় নামে এক পরীক্ষার্থী জেলে বসে পরীক্ষা দিয়েছে।