সারাদেশ

নেত্রকোনায় খালার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ৩ মে ২০২৩ , ২:৫২:৩০ প্রিন্ট সংস্করণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় খালার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে মুক্তা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাগনী চারিকুমপাড়া এলাকার জওরা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রামপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার নিহত মুক্তা তার মা-বাবার সঙ্গে নাগনী চারিকুমপাড়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে তার ছোট ভাই রায়হানের সঙ্গে জওরা নদীতে গোসল করতে যায়। গোসল করতে নদীতে নামলে সে তলিয়ে যায়। পরে খবর পেয়ে মুক্তার বাবাসহ লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে নদী থেকে মুক্তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. শামীম রানা শাকিল তাকে মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com