সারাদেশ

নোয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী নারী গ্রেফতার

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ১২:০০:২৪ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  

রোববার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার থেকে ১০কেজি গাঁজা জব্দ করা হয়।  

গ্রেফতার জাহানারা বেগম (৫০) চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় মৃত আবদুল হকের স্ত্রী।  

পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার মাদক কারবারি জাহানারা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাসা থেকে একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ১ লাখ ৫০হাজার টাকা।   

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com