সারাদেশ

পছন্দের কলেজে ভর্তি হতে দেননি মা, অভিমানে গলায় ফাঁস মেয়ের আত্নহত্যা

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২০:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বাড্ডায় অভিমান করে হোসনে আরা মিম (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মিমের আত্মীয় বকুল হোসেন বলেন, মিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার মা তাকে বাড্ডার রাজধানী আইডিয়াল কলেজে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু তার পছন্দ ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে তার নিজের রুমে গিয়ে ফাঁস নেন তিনি। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মিম কুমিল্লা জেলার হোমনা থানার আব্দুল জলিল হোসেনের সন্তান। মেরুল বাড্ডার দক্ষিণ আনন্দনগরের একটি বাসায় থাকতেন তারা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) মোছা. ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com