প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ১০:৫৪:৫৮ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড় মাগুড়া উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা রক্তদান সংগঠনের “মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে” এই শ্লোগান কে সামনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার ১৯ জুন) লাখেরাজ ঘুমটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
সকাল ১০ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
পরে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় ১৫০ জন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় সবুজ বাংলা রক্তদান সেচ্ছাসেবী সংগঠনের ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় করন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাখেরাজ ঘুমটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষীকাসহ ছাত্র-ছাত্রীবৃন্দু উপস্থিত ছিলেন।