সারাদেশ

পঞ্চগড়ে ৭ বছরের ফুফাতো বোনকে বেড়াতে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ২:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী ফুফাতো বোনকে ধর্ষণচেষ্টা ও পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই কিশোর মামাতো ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি গুচ্ছগ্রাম-মহৎপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই শিশুর মামাতো ভাইকে আটক করেছে। তার বাড়ি উপজেলার দন্ডপাল ইউনিয়নের শ্মশানকালী এলাকায়। সে ঢাকা উত্তরার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পুলিশ জানায়, সম্প্রতি ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আসে হাবিবুল্লাহ। মঙ্গলবার দেবীডুবা ইউনিয়নে ফুফুর বাড়ি বেড়াতে যায়। বুধবার বিকেলে সে তার প্রথম শ্রেণিতে পড়ুয়া ফুফাতো বোনকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হয়। তারপর থেকে ওই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। এশার নামাজের পর শিশু নিখোঁজের বিষয়টি ওই এলাকার মসজিদের মাইকেও ঘোষণা করা হয়।

এরপর সবাই শিশুটিকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে ঘুরতে বের হওয়া মামাতো ভাইকে স্থানীয়রা চাপ প্রয়োগ করলে সে জানায়, তার ফুফুর বাড়ির পাশের এক ভুট্টাক্ষেতে রয়েছে শিশুটি। পরে সবাই ভুট্টা ক্ষেতে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানায়, শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরা হয়। তখন শ্বাসরোধে মারা যায় শিশুটি। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া তার মামাতো ভাইকে আটক করা হয়েছে। ছেলেটি আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com