প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৭:৩২:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ আরিফুর রহমান-(মামুন), পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬) রুমান (৮) ও মরিয়ম (৮) নামে তিন ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
১২মে (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঐ তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে মারা যায়। প্রথমে স্থানীয়রা ঐ পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর একই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
সোহেল ফকির কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করি। সকালে আমার দুই সন্তানকে খেলা করতে দেখে এসেছি। আমার ভাইয়ের মেয়েও আমার সন্তানদের সঙ্গে খেলা করছিলো। এখন আমরা তিন সন্তানকে হাড়িয়ে আর কষ্ট সহ্য করতে পারছি না। সন্তানদের ছাড়া কিভাবে আমরা দিন কাটাবো, উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।