প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ৫:০০:২১ প্রিন্ট সংস্করণ
ইসলামী জীবন ডেস্ক:
পবিত্র রমজান মাসের ২৭তম রাত লাইলাতুল কদর হিসেবে পালিত হয়। গতকাল সোমবার মহিমান্বিত রাত উপলক্ষে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। ঠিক সেই সময়ে পবিত্র দুই মসজিদের বর্ণিল দৃশ্য মহাকাশ থেকে ধারণ করেছেন আরব আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি (৪১)।
গালফ নিউজ জানায়, গত ৩ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেন আমিরাতের নভোচারী আল-নিয়াদি। গবেষণার কাজে দীর্ঘতম মহাকাশ মিশনের অংশ হিসেবে সেখানে তিনি ছয় মাস অবস্থান করবেন। সেখান থেকে পৃথিবী বিভিন্ন স্থান ও মহাকাশের ভিডিও ও ছবি তুলে পাঠাচ্ছেন তিনি।