সারাদেশ

পরকীয়ায় আসক্ত স্বামী, সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ২:৫৬:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনিতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই কলোনির বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শাহনাজ বেগম (২৭) ও তার মেয়ে সাবেকুন নাহার ইভা (৩)।

শাহনাজ বেগমের ছোট ভাই মোহাম্মদ এরশাদ জানান, শাহনাজ ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। শাহজাহান অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার (২৮ আগস্ট) রাতে ঝগড়া হয়। পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহজাহান কর্মস্থলে চলে যায়। কিন্তু একই দিন বেলা ১১টার দিকে আবারও মোবাইলে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে নিয়ে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে আমার বোন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে আত্মহত্যা।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com