প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৬:৫৮:৫১ প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক:
এক দশক পার করলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থা রুথ প্রভু। তবে বলিউডে একটি সিনেমায় কাজ করেছেন। এরইমধ্যে পারিশ্রমিক দ্বিগুণ করেছেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত সামান্থার পারিশ্রমিক ছিল ৫ কোটি। তবে নতুন একটি হিন্দি সিরিজের জন্য দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছেন এই অভিনেত্রী। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে রাজির চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে জনপ্রিয়তা পান সামান্থা। সিরিজটির পরিচালক ছিলেন রাজ ও ডিকে।
এই নির্মাতাদ্বয়ের পরের সিরিজ ‘সিটাডেল’এর ভারতীয় সংস্করণেও আছেন সামান্থা।
জানা গেছে, সিরিজটির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সামান্থা। তবে সামান্থার পারিশ্রমিক নিয়ে অভিনেত্রী বা ‘সিটাডেল’ সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘সিটাডেল’ সিরিজটিতে সামান্থার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।
এদিকে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমায় একটি আইটেম ডান্সের জন্য সামান্থা নাকি ৬ কোটি টাকা নিয়েছিলেন।