প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৬:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ
ব্যারিস্টার সাদিয়া আরমান:
এ বিভাগে আইনগত সমস্যা নিয়ে পাঠকের প্রশ্নের জবাব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান।
আমরা দুই বোন, কোনো ভাই নেই। আমার বাবার বয়স এখন প্রায় সত্তর। আমার বাবার এক পালক ছেলে রয়েছে। সে আমাদের চেয়ে অনেক ছোট বয়সে, উনিশ বছর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বয়সজনিত অসুস্থতার কারণে চাচার ছেলেরা আমার বাবার সম্পত্তি দেখাশোনা করেন। আমাদের এক আইনজীবী বন্ধু জানিয়েছেন, বাংলাদেশের আইন অনুযায়ী কারও পুত্রসন্তান না থাকলে মৃত্যুর পর তাঁর ভাই ও ভাইয়ের ছেলেরা সম্পত্তির একটি অংশ পাবেন। আমার দাদা-দাদি বেঁচে থাকলে তাঁরাও নাকি একটা অংশ পেতেন। আমার বাবা যদি সব সম্পত্তি আমাদের তিন বোন ও মায়ের মধ্যে ভাগ করে দিতে চান, আইনগতভাবে কি সেটা সম্ভব? বাবার পালক ছেলে কি সম্পত্তির কোনো অংশ পাবে?
নাজিয়া রহমান, গাজীপুর
প্রিয় নাজিয়া
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির ১/৮ ভাগ পাবেন আপনার মা; ২/৩ ভাগ পাবেন আপনারা দুই বোন মিলে এবং অবশিষ্টাংশ পাবেন আপনার চাচা। তবে আপনার বাবা চাইলে যদি জীবদ্দশায় তাঁর সম্পত্তি আপনাদের দান করে যান, তাহলে এই হিসাবটা প্রযোজ্য হবে না। কারণ সম্পত্তি তাঁর এবং জীবদ্দশায় তিনি যাঁকে খুশি যেভাবে ইচ্ছে দান করতে পারেন। পালক সন্তান নেওয়া ইসলামে নিরুৎসাহিত করা হয়নি; পালক সন্তানকে সম্পত্তি দান করাটাও নিরুৎসাহিত করা হয়নি। কিন্তু কেউ যদি জীবদ্দশায় পালক সন্তানের জন্য ব্যবস্থা না করে যান, তাহলে উত্তরাধিকার আইনে তিনি সম্পত্তি ভাগের অধিকার দেখিয়ে আদায় করতে পারবেন না। সে ক্ষেত্রে আপনার বাবা তাঁর সম্পত্তি জীবদ্দশাতেই আপনাদের চারজনের মধ্যে ইচ্ছা অনুযায়ী অথবা সমান সমান হেবা করে দান করতে পারেন।
তবে আপনার পালক ভাইকে দত্তক নেওয়ার সময় কি কোনো দলিল তৈরি করা হয়েছিল? তাঁর হেবা জমি রেজিস্ট্রেশন করার সময় তাঁর পালক হওয়ার প্রমাণ হিসেবে এমন দলিল প্রয়োজন পড়তে পারে। যদি এমন কোনো দলিল না থাকে, তাহলে আপনার বাবা এফিডেভিট করতে পারেন যে, আপনার ভাইকে তিনি নির্দিষ্ট তারিখে দত্তক নিয়েছিলেন। সেখানে তাঁর জন্মদাতা মা-বাবার নাম, তাঁদের ঠিকানা উল্লেখ করা থাকবে। আপনার ওই ভাই কোন সাল থেকে আপনার বাবার সঙ্গে বসবাস করে আসছে– সেটিও ওই এফিডেভিটে উল্লেখ করা থাকবে।