আন্তর্জাতিক

পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, নাসার সতর্ক বার্তা

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ২:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

ঘণ্টায় প্রায় ৩৫ হাজার কিলোমিটার গতি নিয়ে দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অ্যাস্টেরয়েড (২০২৩) জেডি।

সাধারণত বেশিরভাগ গ্রহাণু কাছাকাছি এলেও পৃথিবীতে আছড়ে পড়ে না। কোনোটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও মাটিতে আছড়ে পড়ার আগেই ঘর্ষণে তা আকার ও গতি দুই’ই হারিয়ে ফেলে। তবে অ্যাস্টেরয়েড (২০২৩) জেডির ক্ষেত্রে সে সম্ভাবনা খুব কম। তাই এ নিয়ে সতর্কতা জারি করেছে নাসা।

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, ৫২ ফুটের বিশাল এ গ্রহাণু ঘণ্টায় ৩৪ হাজার ৮৫২ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। গ্রহাণুটি বিপজ্জনক মানদণ্ডে পড়ায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে নাসার। তবে ঠিক কবে নাগাদ এটি পৃথিবীতে আঘাত হানবে তা এখনই বলা যাচ্ছে না।

দ্য স্কাই ডট অর্গ এর তথ্য বলছে, ৱঅ্যাস্টেরয়েড (২০২৩ জেডি) গ্রহাণুটি প্রথম দেখা যায় (২০২৩ সালের ৭ মে)। এই ধরনের গ্রহাণু অ্যাটেন গোষ্ঠীভুক্ত। তাদের দাবি, গ্রহাণুটি পৃথিবীতে এসে আঘাত হানতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর যদি তেমনটি হয়, তবে এর পরিণতি কী হতে পারে তা অনুমান করাও বেশ কঠিন। তাই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে নাসা।

সুত্র: হিন্দুস্তান টাইমস

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com