জাতীয়

প্রতিদিন কমে যাচ্ছে দেশের মানুষের গড় আয়ু

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১১:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

দেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে কমে গেছে। এখন প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ১৪ লাখ এবং নারী আট কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস জরিপের ফল উপস্থাপনের সময় প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কভিডের কারণে কমতে পারে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com