সারাদেশ

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৭:৪৪:১২ প্রিন্ট সংস্করণ

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ (৩৯) নামে এক যুবক। ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছেন বলে দাবি করেন সিরাজ শেখ। এসময় গোসল করে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তিনি। ১ মণ দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। পেশায় সে একজন অটোরিকশা মেকানিক।

জানা যায়, ১৩ বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সাথে প্রেমের সম্পর্ক ছিলো সিরাজ শেখের। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের একটি ১১ বছরের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না।

২ বছর আগে স্বামী সিরাজ শেখের অমতে স্ত্রী ইতি বেগম স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেয়। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে স্বামী স্ত্রী। কলহের জেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতনের অভিযোগ দিয়ে আদলতে একটি মামলা করেন ইতি বেগম। অবশেষে দেড়বছর মামলা লড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে যান সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com