প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৭:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য ইয়াসিন আলী (৫৪) নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মাঝিড়া এলাকার উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী বগুড়া সদর উপজেলার খামারখন্দি গ্রামের মৃত ছায়ের আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে মাঝিড়া শাখায় কর্মরত ছিলেন।
শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ইয়াসিন বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলা পরিষদ গেটের সামনে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।