প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ২:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগে অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করা হয়। তার বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে আইন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে আজ ওই স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুনকেও বদলি করা হলো। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করে এ আদেশ দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। আজ অপরাহ্ন থেকেই ওই কর্মকর্তা তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে, গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়।
জানা গেছে, গত ২১ মার্চ (মঙ্গলবার) সকালে ওই স্কুলে অভিভাবক সমাবেশ চলাকালীন এক অভিভাবককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এরপর ওই দিন বিকেল ৩ টা থেকে তিন শতাধিক শিক্ষার্থী বিচারকের ওপর ক্ষিপ্ত হয়ে স্কুলের সামনে সড়ক অবরোধ করে। তারা ওই দিন রাত আটটা পর্যন্ত সড়কে অবস্থান করে। পরে সেখানে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনার এক পর্যায়ে জেলা প্রশাসকের আশ্বাসে সেদিন রাত সোয়া ৯ টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। ওই দিন এই ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীদের দাবি ছিল, ওই বিচারক এসে ক্ষমা চাওয়ার পর তারা আন্দোলন স্থগিত করবেন।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা নির্দিষ্ট দিন পরপর ক্লাসরুম ঝাঁড়ু দেয়। কিন্তু বিচারকের মেয়ে এ নিয়ম মানে না। অন্য শিক্ষার্থীরা ক্লাসরুম ঝাঁড়ু দিলেও সে তা করে না। অন্য ছাত্রীদের গরিবের মেয়ে বলে অপমাণও করে সে। বিষয়টি নিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই তার বাকবিতণ্ডা হত। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ মার্চ (সোমবার) রাতে সাধারণ শিক্ষার্থীদের গালিগালাজ করে ফেসবুকে মাই ডে দেয় বিচারকের মেয়ে। তার ওই পোস্ট দেখে কয়েকজন সাধারণ শিক্ষার্থী ক্ষিপ্ত হয়। তাদের মধ্যে একজন ওই পোস্টের স্ক্রিনশট দিয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ২১ মার্চ সকালে স্কুলের অভিভাবক সমাবেশে উপস্থিত হন বিচারক রুবাইয়া ইয়াসমিন। সেখানে এসে স্কুলের এক কক্ষে তিন শিক্ষার্থীসহ তাদের অভিভাবককে ডেকে নেন । এরপরে সাইবার ক্রাইম অপরাধের অভিযোগে মামলা দেওয়ার হুমকি দেন। এরই এক পর্যায়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মাকে পা ধরে মাফ চাইতে বাধ্য করেন ওই নারী বিচারক। বিচারকের মেয়েও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।