প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১:০০:১৮ প্রিন্ট সংস্করণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা সরোয়ার খান ও বরের ভাই সাব্বির হোসেনকে এক সপ্তাহ করে এবং ঘটক সেন্টু মিয়াকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা এ কারাদণ্ড দেন। এ ছাড়া বিয়ে পড়ানোর দায়ে গ্রাম্য ঈমাম মৌলভী আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার তাতিপাড়া এলাকার সরোয়ার খানের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে মোসা. তাবাসসুম (১৪)-এর সাথে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার আক্কেলপুর এলাকার নিজাম নাজিরের ছেলে রাব্বি (২২) বিয়ের আয়োজন চলছিল।
বিয়ের ঘটক সেন্টু মৃধার বাড়িতে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিফাত আনোয়ার টুম্পার নেতৃত্বে তালতলী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ বিয়ের আয়োজকরা সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, বরের ভাই ও বিয়ের ঘটককে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিফাত আনোয়ার টুম্পা ঘটক সেন্টুকে ১ মাস, কনের বাবা ও বরের ভাইকে এক সপ্তাহ (৭ দিন) করে কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে বিয়ে পড়ানোর দায়ে হরিণখোলা দাখিল মাদরাসার শিক্ষক মৌলভী আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ‘আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।