প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৭:৩০:৫২ প্রিন্ট সংস্করণ
এইচ,এম,পান্না, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের বিশ্বজিৎ বল্লভের চার বছরের ছেলে অভয় বল্লভ পরিবার সদস্যদের অলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুতায়িত হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু অভয়কে মৃত ঘোষণা করেন।
শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।