সারাদেশ

বরিশালের প্রেমিক মামুনের সঙ্গে অভিমান করে সিদ্ধিরগঞ্জের তরুণীর আত্মহত্যা

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

অনলাাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে তামান্না (২০) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।রোববার রাত ১১টায় তাদের বসবাসরত ভাড়াটিয়া বাড়ি হিরাঝিল ৮নং গলির সখিনা বেগমের দোতলা বাসায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে বলে জানান তার স্বজনরা।

নিহত তামান্না সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মমিন মোল্লার মেয়ে।

প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ তুলে তামান্নার মামা শরিফুল আলমের দাবি, তামান্নার সঙ্গে মামুন খান (২৮) নামে এক ছেলের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক গভীর হওয়ায় তারা কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। কিছু দিন আগে থেকে তাদের সম্পর্কে নানান ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে তামান্না গত ১৬ এপ্রিল তার প্রেমিকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। একপর্যায়ে তাদের উভয়পক্ষের মধ্যে মীমাংসা না হওয়ায় গতকাল রাতে তামান্না তাদের নিজ বাসায় আত্মহত্যা করেছেন।

অভিযুক্ত প্রেমিক মামুন খান বরিশাল জেলার তাজে আলম হাওলাদারের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহত তামান্নার পরিবারের অভিযোগ, তামান্নার প্রেমিকের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে। পরিবারের সদস্যদের সম্মতিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com