প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৬:১৭:৫৩ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চীন থেকে বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার মেয়ে ফারিয়া সুলতানাকে (২৫) বিয়ে করেছেন সাউই চুই (২৮) নামে এক চীনা যুবক । ঈদুল আজহার পরদিন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। সোমবার (১০ জুলাই) স্ত্রী ফারিয়ার সাথে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা আসেন সাউই চুই। তিনি এখানে তিন-চারদিন থেকে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফারিয়া সুলতানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম জানান, ফারিয়া সুলতানা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সেই কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। চীনা ওই নাগরিকের বোন ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। ফেসবুক এবং ওই নাগরীকের বোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের পারিবারিক ভাবেও জানাশুনা ছিলো বলে জানা গেছে। এরই একপর্যায়ে চুই চীন থেকে ঢাকায় এসে ফারিয়ার সঙ্গে দেখা করেন এবং গত ঈদুল আজহার পরদিন ওই চীনা নাগরিকের বোনের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, চীন থেকে ঢাকায় এসে এক চীনা নাগরিক আমার ইউনিয়নের মেয়ে ফারিয়া সুলতানাকে বিয়ে করেছেন। বর্তমানে তারা আমার ইউনিয়নে মেয়ের বাড়িতে অবস্থান করছেন। ২/৩ দিন থেকে তারা চলে যাবেন বলে জেনেছি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, চীনা ওই নাগরীক ভিজিট ভিসায় দেশে এসেছেন। ঢাকায় এসে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি মেয়েকে বিয়ে করেছেন। ভিজিট ভিসার মেয়াদ কম থাকায় তাকে হয়ত খুব দ্রুত দেশে ফিরতে হবে।