প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১:৩৫:০২ প্রিন্ট সংস্করণ
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া-যশোর:
স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। (২০ মার্চ সোমবার) সকাল ৮:৩০ মিনিটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, আছিয়া খাতুন, চয়নিকা বিশ্বাস, রতন কুমার ঘোষ, শরিফুজ্জামান, মুরশিদা খাতুন, ইমরান হুসাইন, আহসানুল বান্না, মাহবুবুর রহমান, জিল্লুর রহমান, এ্যনোলিসা, আব্দুর রাজ্জাক নিরু, আকরাম হোসেন। অনদিকে প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি শামীমা আক্তার, প্রধান শিক্ষক এনামুছ সাঈদ, সহকারি প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, বেবি বিশ্বাস, সুস্মিতা রানী, মিনারুল ইসলাম । ম্যানেজিং কমিটির সদস্য সোনাতন অধিকারী,রোকনুজ্জামান লাভলু, আসাদুজ্জামান গাজী, দাতা সদস্য মোঃ রেজাউল ইসলাম প্রমূখ।