সারাদেশ

বাঘারপাড়ায় ভৈরব নদী থেকে ধরা পরলে ৭ কেজি ওজনের হাঙ্গর

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ২:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া যশোর:

যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ঘোষনগর অংশের ভৈরব নদীতে জেলের জালে ধরা পড়া ৭ কেজি ওজনের একটি হাঙ্গর মাছ বিক্রি হয়েছে মাত্র ৫০০ টাকায়।

শুক্রবার বিকেলে স্থানীয় ঘোষনগর বাজারে মাছ টি নিয়ে আসে স্থানীয় কতিপয় জেলে। এসময় আলেয়া বেগম নামে একজন মহিলা হাঙ্গর মাছ টি মাত্র ৫০০ শ, টাকায় কিনে নেয় বলে জানা গেছে। প্রত্যাক্ষদর্শী আকবর হোসেন বলেন, বাগডাঙ্গা গ্রামের কতিপয় জেলে প্রতিনিয়ত ভৈরব নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। ফলে প্রতিদিনকার মত তারা গতকাল ও নদীতে যায় মাছ ধরতে। এসময় অন্যান্যে মাছের সাথে হাঙ্গর মাছ টি ও তাদের জালে ধরা পড়লে মাছটি তারা স্থানীয় বাজারে নিয়ে আসে। কয়েকজন বলেন, মাছটি দেখতে অনেকটা রাক্ষসী প্রজাতির হওয়ায় মানুষ তা ক্রয়ের জন্য আগ্রহী ছিল না। একপর্যায়ে আলেয়া বেগম নামে জনৈক মহিলা ৫০০ শ, টাকায় কেনার আগ্রহ দেখালে বিক্রেতা তাতে রাজি হয়। এই গ্রামের জেলে সত্য বিশ্বাস বলেন, বর্তমানে ভৈরব নদীতে কিছু রাক্ষসী প্রজাতির মাছ প্রবেশ করেছে যারা অন্যান্য সাধারণ মাছ গুলো খেয়ে ফেলে এই মাছ টি তেমনই প্রজাতির হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com