সারাদেশ

বান্দরবানে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১২:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

মোঃ এরশাদ, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে আগুনে পুড়ে ছাই হল ৪টি দোকান। শনিবার (১৮মার্চ) সন্ধ্যায় পৌরসভার বালাঘাটা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৪টি দোকানসহ মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ৪লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের বালাঘাটা বাজারের মুদির দোকান ব্যবসায়ী বিধান দাশের দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দ্রত এলাকাবাসী বান্দরবান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।সেই সাথে ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান সদর উপজেলার উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার জনাব রিদোয়ান হোসেনের নেতৃত্বে ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন আরিফ ও ভিডিপি সদস্য নুর হোসেন। এ অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নাজমুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এই অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com