অনলাইন ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেছেন এক যুবক (৩৫)। তাঁর স্ত্রীর অভিযোগ, বান্ধবীর চাপেই ওই ব্যক্তি এমনটি করেছেন। এ ঘটনা ঘটেছে ভারতের নয়া দিল্লির গুরুগ্রামে।
মৃত ওই ব্যক্তির নাম বিক্রম। তাঁর স্ত্রী নিরু জানান, বিক্রমকে জন্মদিন উপলক্ষে তাঁর বান্ধবী এক হোটেলে আমন্ত্রণ জানান। ওই হোটেল থেকেই লাইভে এসে আত্মহত্যা করেন বিক্রম।
নিরুর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, আপত্তিকর ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার কথা বলে বিক্রমকে ব্ল্যাকমেল করছিলেন তাঁর বান্ধবী। বিক্রমের কাছ থেকে অর্থ আদায় করতে না পেরে তাঁকে দুবার নির্যাতন করেছিলেন অভিযুক্ত নারী।
এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুভাশ চাঁদ বলেন, অভিযুক্ত নারী আনশির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা এ ঘটনা তদন্ত করছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg