সারাদেশ

বাবার লাশ বাড়িতে রেখে এস,এস,সি পরীক্ষার হলে ছেলে

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ২:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ

এইচ,এম,পান্না বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে উজ্জল সমদ্দার। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ধর্ম পরীক্ষায় অংশ নেয় সে। এদিন উজ্জলের বাবা সুনীল সমদ্দারের লাশের ময়নাতদন্ত শেষে তার নিজ বাড়ি গৈলা গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বরিশাল থেকে মাছ কিনে বুধবার রাতে বাড়ি ফেরার পথে আগৈলঝাড়া,পয়সারহাট গামী লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার। বুধবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গ্রামের মৃত রাম প্রসাদ সমদ্দারের ছেলে।স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দারের জ্ঞান না ফিরলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের প্রধান ডা. বখতিয়ার আল মামুন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সুনীলকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় ছেলে উজ্জল সমদ্দার। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক সাংবাদিকদের বলেন, উজ্জল সমদ্দার মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুবরণ করার পরেও ছেলে উজ্জল বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা দিয়েছে। তিনি বলেন, আমাদের বিদ্যালয় থেকে আমরা ওদের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। আমরা ওর উজ্জল ভবিষৎ কামনা করি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com