প্রতিনিধি ৫ মে ২০২৩ , ২:০০:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগ থানার রাজারবাগ জোড়া মসজিদ এলাকার একটি বাসা থেকে হোসনেয়ারা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় গলায় ফাঁস দিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের।
বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গলায় ফাঁস নেন হোসনেয়ারা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানান, খবর পেয়ে বিকেল চারটার দিকে মরদেহ উদ্ধার করি। সেসময় মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হোসনেয়ারা আক্তারের স্বজনদের কাছে থেকে জানতে পারি তার মায়ের মৃত্যুর পর বাবা মো. জামাল মিয়া দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি হোসনেয়ারাকে জানান। এতে অভিমানে নিজের কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন হোসনেয়ারা।