বিএনপি

বিএনপি নেতা রফিকুল আলম মনজু গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৭:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁর শাহজাহানপুরের বাসার নিচ থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।

পারিবারিক সূত্র জানিয়েছে, রফিকুল আলম বাসার বাইরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাঁর বাসার নিচে আগেই অবস্থান করছিলেন।

তিনি বাইরে থেকে ফেরামাত্র বাসার নিচ থেকে পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রথমে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রফিকুল আলমের ছোট ভাই বদরুল আলম আজ সকালে গণমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেছে সকালে ডিবি অফিসে যেতে।

তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত তাঁকে ডিবি অফিসে রাখা হয়েছে।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপির ওই নেতাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com