প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:৩৭:১৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
রাজধানীর সবুজবাগে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে দ্রুব সরকার (১৯) নামের এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
দ্রুব সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে’র এইচএসসি’র শিক্ষার্থী ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়া গ্রামের বাড়ি তার। বর্তমানে সবুজবাগ পূর্ব রাজারবাগ ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী জানান, রবিবার (১৪ মে) দিনগত রাতে বাবা-মায়ের সঙ্গে রাগারাগির পর অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ধ্রুব। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ধ্রুব সরকারের মামা উত্তম সরকার রনি জানান, দুই ভাইয়ের মধ্যে বড় ছিল ধ্রুব। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল ধ্রুব। তাকে প্রবাসে পাঠানোর পরিকল্পনা করছিল পরিবার। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না। এসব বিষয়ে মা-বাবার সঙ্গে রাগারাগি হয়।