সারাদেশ

বিয়ের ৪ দিন, স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৯:২৯:১৪ প্রিন্ট সংস্করণ

খিলগাঁও প্রতিনিধিঃ

রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকায় নাসির বিশ্বাস (১৯) নামে একটি ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের চার দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

নাসির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। থাকতেন নবীনবাগ একটি বস্তিতে। তার বাবার নাম হারুন বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাত (২ আগস্ট) আনুমানিক ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিন- চার দিন আগে বিয়ে করে নাসির। সে জ্বরে ভুগছিল, তাই তার স্ত্রী তাকে রুটি বানিয়ে দিয়ে ডাকাডাকি করে। কিন্তু নাসির খাবে না বলে জানায়। এ সব নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্ত্রী রাগ করে বলে আমি বাবার বাড়ি চলে যাব। তখন নাসির বলে, তাহলে আমি ফাঁস নেবো। এক পর্যায়ে স্ত্রী রাতে চলে যায়। পরে রাত ১২টার থেকে ১টার মধ্যে নাসির দরজা বন্ধ করে রুমের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।

তিনি আরও বলেন, রাত ১টার পর মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস কাজ শেষে বাসায় ফিরে তার রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে ফাঁকা দিয়ে দেখতে পান সে আড়ার সঙ্গে ঝুলে আছে।

সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ওই বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com