সারাদেশ

বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশের চিরকুট

  প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ১:৩১:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

ঢাকার হাজারীবাগে নিজের বাসা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়ে পুলিশ ধারণা করছে, এই যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড্ডানগর লেনের একটি বাসা থেকে রাকিবুল হোসেন রাফি নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

২১ বছর বয়সী রাফি বুয়েটের কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে রাফির বাসায় যায় পুলিশ। পরে কক্ষের দরজা ভেঙে রাফিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। রাফির কক্ষে পুলিশ একটি চিরকুট পায়, সেখানে মা আমাকে মাফ করে দিও লেখা রয়েছে।

চিরকুট ও পারিপার্শ্বিক দিক বিবেচনা করে রাফি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে আত্মহত্যা হলে তার কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শক ইসমাইল বলেন, এর পরেও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়।

দুই ভাই, এক বোনের মধ্যে সবার ছোট রাফি মা-বাবার সঙ্গে হাজারীবাগের ওই বাসায় থাকতেন

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com