সারাদেশ

বেতাগীতে জেলেদের মাঝে ছান্দি জাল বিতরণ

  প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ১০:০১:৪৯ প্রিন্ট সংস্করণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবী জেলেদের মাঝে ছান্দি জাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ৮ গ্রুপের ৪০ জন মৎস্যজীবী জেলেদের মাঝে ৮ সেট ছান্দি জাল বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com