সারাদেশ

বোরহানউদ্দিনে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১:৩৮:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার বোরহানউদ্দিনে নিজের গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ হেজু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ীতে এঘটনা ঘটে। সে একই ওয়ার্ডের মৃত আঃ মালেক হাওলাদারের ছেলে। নিহত হেজু পেশায় একজন দিনমুজুর ছিলেন। বোরহানউদ্দিন থানার এসআই মোঃ আলতাফ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ওইদিন সকালে বাড়ীর পাশে তার নিজ গাছের ডাল কাটতে গাছে উঠে। এসময় গাছ থেকে পড়ে গুরুত্বর আহন হন এবং হাসপাতালে নেওয়ার পূর্বে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনর্জাচ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com