বিনোদন

ব্যাচেলর রমজান নাটকে শুভ\’র ইমামতিতে নামাজ

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৪:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের একটি পোস্টার ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা গেছে নামাজ পড়ছেন পাশা ভাই, কাবিলা, শিমুল, হাবু ভাই। আর নামাজে ইমামতি করছেন শুভ। তবে এটি ব্যাচেলর পয়েন্টের পোস্টার নয়। এই ঈদে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ব্যাচেলর রমজান নামে একটি নাটক। সেই নাটকেরই একটি দৃশ্য এটি।

নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। এরপরেই ছবি অনলাইনের সর্বত্র ছড়িয়ে পড়ে। সম্প্রতি ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন শুরু হয়েছে। এই সিজন নিয়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উত্তেজনা। নতুন সিজনের নতুন এপিসোডে বৈচিত্র এনেছেন নির্মাতা এমনটাই জানিয়েছিলেন। অনেকেই ধারণা করছিলেন এটি হয়তো নতুন এপিসোডের কোনো অংশ। কিন্তু পরে জানা যায়, কুশীলবরা একই থাকলেও এটি ‘ব্যাচেলর রমজান নামের নতুন নাটকের। 
 
নাটক নির্মাণ প্রসঙ্গে অমি বলেন, ঈদের সময় আমরা প্রেম, অ্যাকশন-থ্রিলার, সিরিয়াস বিভিন্ন গল্পের নাটক দেখি। কিন্তু এমন নাটক দেখি না যে, শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা কাটায়, কীভাবে তারা ঈদের প্রস্তুতি নেয়। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ করছি।

অমি জানান, চিরাচরিত ব্যাচেলর পাশা ভাই, কাবিলা, হাবু ভাই, শিমুল, শুভ কিভাবে রোজা রাখে, নামাজ পড়ে- রমজানের দিনগুলো কিভাবে কাটায় সেসব দেখানো হবে।  

ব্যাচেলর রমজানে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, শিমুল, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া। বর্তমানে চলছে এর শুটিং। 

 ঈদের দিন নাটকটি প্রচার হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com