প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৩:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ জাবেদ আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণ, উপস্থিতিবৃদ্ধি, পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যাকুট পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে স্কুলের অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা পথ প্রদর্শক আমরা শুধু পথ দেখাতে পারি কিভাবে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে, কিভাবে উত্তম চরিত্র গড়তে পারে এটি কেবল শিক্ষার্থীর চিন্তাধারার উপর নির্ভর করে। অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে মেয়ে লেখাপড়া করছে কিনা, কাদের সঙ্গে চলছে এটি খোঁজ খবর রাখার দায়িত্ব আপনাদের।একটি শিক্ষিত জাতিই পারেন দেশ ও দশের উন্নয়ন করতে। সেক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার্থীরা ঠিক মতো ক্লাস করছে কিনা ক্লাসে ঠিক মতো লেখাপড়া করছে কিনা সে সম্পর্কে অভিভাবকদের অবহিত করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শিউলী কর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ঈশা খান। আলোচনা পর্ব শেষে বিদ্যাকুট ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, প্রাক প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থীদের টেবিল, ডিজিটাল ঘড়ি।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বিদ্যাকুট জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা মাদ্রাসায় উপস্থিত থেকে কিতাব বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ ও অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ।