প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ২:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আরও এক শিশু। মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, সকালের দিকে উপজেলার চতলা গ্রামে মোসা. হুজাইফা নামে আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। চরভূতা ইউনিয়নে মো. জুনায়েদ নামে আট বছরের আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানী গ্রামে পানিতে ডুবে মোসা. নুসরাত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে যায় রুহা নামে আড়াই বছরের এক শিশু। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হামিদা আকতার বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালে পানিতে পড়া ৪ জন শিশুকে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জনকেই মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।