সারাদেশ

ভোলায় কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  জেলা প্রতিনিধি-(ভোলা): ১৭ এপ্রিল ২০২৩ , ২:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ

ভোলায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বক্সখালি নামক জায়গায় এ ঘটনা ঘটে।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম নিশ্চিত করতে পারেনি।

এসআই মো. শাহাদাত জানান, কাভার্ডভ্যানটি ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং অটোরিকশাটি বোরহানউদ্দিন থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com