জেলা প্রতিনিধি-(ভোলা): ১৬ এপ্রিল ২০২৩ , ২:৫৬:১০ প্রিন্ট সংস্করণ
ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সিয়াম ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং আহত সিফাত চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ তাৎক্ষণিকভাবে অপর আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পারেনি। এছাড়াও নিহত সিয়াম ও আহত সিফাত কোন মাদরাসার ছাত্র পুলিশ সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে ঢাকা মেইলকে জানাতে পারেনি।
ওসি জানান, সিয়াম ও সিফাত একটি বাই-সাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। সাইকেলের পেছনে সিফাত বসা ছিল। ঘটনাস্থলে সাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে সাইকেল থেকে সিয়াম ও সিফাত সড়কে ছিটকে পড়ে। পেছন থেকে দ্রুত গতিতে আসা ওয়াল্টন কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত সিফাতকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি হয়তো অটোরিকশা চালক হবেন। তবে তিনি অজ্ঞান থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।