প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৮:৪৭:৫৬ প্রিন্ট সংস্করণ
জেলা প্রতিনিধি(ভোলা):
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে মো. ইসমাঈল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চার ঘণ্টা পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ইসমাঈল উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইসমাঈল তেঁতুলিয়া নদীর পাড়ে খেলতে যায়। এসময় তাঁর সঙ্গে আরও দুই শিশু ছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ইসমাঈল তেঁতুলিয়া নদীতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।