সারাদেশ

ভোলায় চার দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১২:৪৭:০৫ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি(ভোলা):

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী নিহতের প্রতিবাদ ও চার দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ করেছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বাংলাবাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে ভোলা চরফ্যাশন সড়ক মেরামত, থ্রি হুইলাদের প্রশিক্ষণ ও সড়কে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, ঘাতক বাস স্টাফদের শাস্তি দাবি ও সড়ক দুর্ঘটনার সাথে কলেজ ছাত্রীসহ নিহতদের পরিবাদের ক্ষতিপুরন ও নিরাপদ সড়কের দাবি তোলেন।

এতে ভোলা-চরফ্যাশন সড়কে প্রায় দুই ঘণ্টা যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও হালিমা খাতুন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ওই ঘটনার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চালককে। এ ঘটনায় বাসের চালক ও বাসের দুই সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com