সারাদেশ

ভোলায় তুলার গুদামে আগুন, নেভাতে গিয়ে একজনের মৃত্যু

  জেলা প্রতিনিধি (ভোলা): ৪ এপ্রিল ২০২৩ , ৫:০১:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় আগুনে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে, এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ধোয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লেগে কারও মৃত্যু হয়নি। তবে ইব্রাহিম নামে এক ব্যক্তি আগুন দেখতে এসে মারা গেছেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com