প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ১১:৪১:১২ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি:
ভোলায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ির আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক গার্মেন্টসকর্মী। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি ওই তরুণীর ব্যবহ্নত স্মার্ট ফোন জব্দ করেছে। তবে নিহত তরুণীর পরিবার এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে ইচ্ছুক না।
রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, প্রেমের সম্পর্কের অবনতিতে ওই তরুণী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আরজু আক্তার (১৭) নামে ওই তরুণী শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহমেদের মেয়ে।
ছয় ভাইবোনের মধ্যে আরজু ছিল চতুর্থ। ৪ থেকে ৫ বছর যাবত ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের একদিন আগে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে এসেছিলেন। সোমবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক তরুণের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হলে সে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এই ক্ষোভ থেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আরজু।
এসআই আনোয়ার হোসেন ঢাকা মেইলকে জানান, নিহত আরজুর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে অবনতি হওয়াতে সে আত্মহত্যা করেছে। তবে তাঁর প্রেমিকের কোনো তথ্য পুলিশ নিশ্চিত হতে পারেনি। তাঁর স্মার্ট ফোনটির তথ্য উপাত্ত যাচাই-বাছাই করার পর প্রেমিককে শনাক্ত করা সম্ভব।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহতের পরিবার ওই তরুণী প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে দাবি করলেও তাঁরা কোনো আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক না। তাঁরা আরজুর লাশ বিনা ময়নাতদন্তে নেয়ার আবেদন করেছেন। তবে তাদের আবেদন গ্রহণ করা হয়নি। লাশ মর্গে রয়েছে।