সারাদেশ

ভোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ১:৫৬:১১ প্রিন্ট সংস্করণ

মোঃ নাজিমউদ্দীন, স্টাফ রিপোর্টার:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় বিদুৎপৃষ্ট হয়ে মোঃ ওমর (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে গুরুত্বর আহত হয় মা আছমা বেগম।

রোববার (২৩ এপ্রিল) উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওমর ওই এলাকার সবুজ মুন্সির ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, বিকালে মোঃ ওমর বৈদ্যুতিক ফ্যানের কাছে গিয়ে দুষ্টামি করার সময় ছেঁড়া তারের সাথে জড়িয়ে পরে। এসময় তাকে তার মা বাঁচাতে গেলে সে বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হয়ে পরেন। পরে ঘটনাস্থলেই শিশু ওমরের মৃত্যু হয়। শিশুর মা আছমা বেগমকে স্থানীয়রা চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

দুলারহাট থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছি। বৈদ্যুতিক ফ্যানের ছেঁড়া তারের সাথে জড়িয়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা গুরুত্বর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com