সারাদেশ

ভোলায় মজা খাওয়ানোর নামে ৬ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ২:০৮:১২ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি(ভোলা):

ভোলায় মজা খাওয়ানোর নামে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক বৃদ্ধ। ধর্ষণে শিশুটির স্পর্শকাতর স্থান মারাত্মক জখম হয়েছে। ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অসুস্থ শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সাদেক গোলদার গুপ্তমুন্সী গ্রামের একই বাড়ির বাসিন্দা। একই বাড়িতে বসবাস করায় শিশুটি তাকে দাদা ডাকত। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মামলা হওয়ার পর শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিশুটির বাবা ও মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এসময় অভিযুক্ত বৃদ্ধ তাকে মজা খাওয়ানোর কথা বলে ঘরের মধ্যে ডেকে নেয়। বৃদ্ধের ঘরে তাঁর স্ত্রী ব্যতীত অন্য কেউ থাকে না। ঘটনার সময় তার স্ত্রী ঘরে ছিল না। দীর্ঘক্ষণ মেয়েটিকে দেখতে না পেয়ে শিশুটির মা তাকে খোঁজতে শুরু করে। বেলা পৌনে ১০টার দিকে শিশুটির মা দেখেন শিশুটি ওই বৃদ্ধের ঘর থেকে কান্না করতে করতে বের হচ্ছে। শিশুটির পরনের সালোয়ার-কামিজে ধর্ষণের আলামত লেগে আছে। তখন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা বেগতিক দেখে বৃহস্পতিবার সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ১৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুসলিমা তানজিমা ইমা জানান, শিশুটির যৌনাঙ্গ আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির সালোয়ার-কামিজে লেগে থাকা ধর্ষণের আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি শাহীন ফকির জানান, এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পর অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com