সারাদেশ

ভোলায় লঞ্চ থেকে অবৈধ মাছ জব্দ, গেল এতিমখানায়

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৮:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি(ভোলা):

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জব্দ এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।

জব্দ করা মাছের মধ্যে রয়েছে —পোয়া, তফসে, কাঁকড়া ও দেশীয় পুঁটি। তবে এসব মাছের মধ্যে কোনো ইলিশ নেই।

জেলা মেরিন (মৎস্য) অফিসার মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করে কোষ্টগার্ড। তবে এ ঘটনায় কোষ্টগার্ড কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড ঢাকা মেইলকে জানিয়েছেন, তাদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিকরা পালিয়ে যায়। তবে লঞ্চে মাছ পরিবহনে লঞ্চ মালিকদের সর্তক করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে জব্দ মাছের মালিকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, জব্দ করা মাছের পরিমাণ ছিল ৯ হাজার কেজিরও বেশি। কোস্টগার্ড এতিমখানায় যে মাছ বিতরণ করেছে তা পরিমাণে কম।

তবে মেরিন অফিসার বলছে, মাছের মালিকদের অভিযোগ সত্য নয়। এ অভিযোগ মিথ্যে। কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে মাছ জব্দ করায় ক্ষুব্ধ হয়ে মাছের মালিকরা মিথ্যে অভিযোগ করছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com