সারাদেশ

ভোলায় সকল রুটে নৌযান চলাচল আজ থেকে শুরু

  ভোলা প্রতিনিধি: ১৫ মে ২০২৩ , ১০:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর ভোলার সকল রুটের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে ভোলার সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে আজ সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সকল রুটের লঞ্চ চলাচল চালু করা হয়েছে। এখন ভোলা থেকে সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।

উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে গত শুক্রবার দিবাগত রাত ১০ টার পর থেকে ভোলার সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com