ট্রলার দূর্ঘটনা

ভোলায় সাগর মোহনায় ট্রলার ডুবি ৫ জেলের লাশ উদ্ধার নিখোঁজ-২

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ১ জুলাই ২০২৩ , ১:২৯:১১ প্রিন্ট সংস্করণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ১৩ জন জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জেলে জীর্বিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো ৭ জেলে। তবে ঘটনার ৫ দিন পর নিখোঁজদের মধ্যে ৫ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এখনও নিখোঁজ রয়েছে ২ জেলে। লাশ উদ্ধার হওয়া জেলেরা হলেন, মোঃ হারুন দর্জি(৪৩), শরীফ হোসেন(২২), আবদুস সাত্তার(৩৮), নুরুল ইসলাম(৭৮) ও ফজলে করিম(৬৫)। এদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে বাকি চার জনের বাড়ি একই উপজেলার পূর্ব চর মাদ্রাজ ৭ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গত ২৫ জুন রাতে মোঃ জাহাঙ্গীর মাঝিসহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিন চর এলাকার সাগর মোহনায় একটি ফিশিংবোড ডুবে যায়। পরে ঘটনার পরের দিন ২ জেলেকে স্থানীয় জেলেরা জীর্বিত উদ্ধার করে ও ২৭ জুন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা আরো ৪ জেলেকে জীর্বিত উদ্ধার করে। তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়াও আজ শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এখনও রহিম মাঝি (৫৩) ও সিহাব (১৫) নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড কাজ করছেন বলেও তিনি দাবি করেন।

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com