বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ১১ এপ্রিল ২০২৩ , ১০:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসরবাদ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শেখ সাদী হাওলাদার বাড়ির দরজায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় কাচিয়া ইউনিয়ন বিএনপি উওর শাখার সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাফরুজা সুলতানা, কাচিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক (উওর) বশির উল্যাহ সামীম খান ও শেখ সাদী হাওলাদারের সঞ্চানালয় আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, বোরহানউদ্দিন উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, সহ-সভাপতি হাছান হাওলাদার, ও ফিরোজ কাজি, পৌর বিএনপির সভাপতি ছাইদুর রহমান মিলন মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া কুতুবা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম কাজি উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খা ১নং যুগ্ম আহ্বায়ক শাহীন কমিশনার ২নং যুগ্ম আহ্বায়ক মিঠু, ও রুবেল কাজি, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সী, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, বোরহানউদ্দিন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিকুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এটিএম লোকমান হাওলাদার, কাচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি (উওর) আমির মুসলমান সাধারণ সম্পাদক নিজাম সওদাগর দক্ষিন সাখা বিএনপির সাধারণ সম্পাদক রাসেল সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মুন্সী,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ ও সমর্থক গন উপস্থিতি ছিলেন।
এ সময় বিএনপি চেয়াররপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন বজলু হাওলাদার বাড়ির খতিব মাওলানা মফিজল ইসলাম।
এ সময় বিএনপির নেতা সরোয়ার আলম খান বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাধিক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে কারাবন্দী রেখেছে। বর্তমানে বাসায় বন্দী রয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসের সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি।
এসময় তিনি বোরহানউদ্দিন উপজেলার সকল নেতৃবৃন্দকে সুসংগঠিত ও একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষে নেতৃবৃন্দের আহ্বান জানান।