সারাদেশ

ভোলায় সিগারেট নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিবেদকঃ

ভোলায় সিগারেট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুর ছুরিকাঘাতে মো. রাসেল নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে  আটক করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলা ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো. তোফাজ্জল ভান্ডারির ছেলে। আটক মো. রিয়াজ একই গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় জেলে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রাসেল ও রিয়াজ স্থানীয় আকতার মাঝির নৌকার শ্রমিক ছিলেন। একটি সিগারেটের কম ও বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রিয়াজকে আটক করেছে। রাসেলের পরিবার মামলা করলে রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com