জাতীয়

ভোলার ইলিশা-১ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ১:২২:৩৭ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার কূপগুলোতে একের পর এক মিলছে গ্যাস। এতে উচ্ছ্বসিত জেলাবাসী। জেলাবাসীর দাবি ভোলার গ্যাস পুরো জেলায় সরবরাহের পর তা যেন অন্যত্রে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় ভোলা ইলিশা ১ কূপে আগুন প্রজ্বলন করা হয়েছে। এ প্রজ্বলনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।

বাপেক্সের তত্ত্বাবধায়নে থাকা রাশিয়ান কোম্পানী গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ করছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে বাপেক্স।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমান ১.৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে গত ৯ মার্চ ভোলা ইলিশা ১ নামে এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্স ভূ-তাত্বিক বিভাগেরর  জিএম মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন টেষ্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে এ গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত। 

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com