সারাদেশ

ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ৮:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ২০ পিস ইয়াবাসহ মো. বাবুল (৩৫), ও মো. ইউনূস (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

(শনিবার ২৭ মে) রাত ১১ টার দিকে চরমানিকা ৭ নম্বর ওয়ার্ডে মুসা মাঝির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুসা মাঝির ছেলে ও গনি বেপারীর ছেলে।

আটককৃত দুইজনেই সম্পর্কে মামা- ভাগিনা বলে জানা গেছে।

দুই ইয়াবা ব্যবসায়ীকে ভোলা জেলা ডিবি পুলিশ আটকের সততা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রোববার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com